হাটহজারীির সাদেক নগরের প্রতিষ্ঠাতা বিখ্যাত সাদেক খানের বংশে হযরত আব্দুল জলিল প্রকাশ শাহ জম্ম গ্রহন করেন। তিনি ছিলেন উচ্চ ইংরেজী শিক্ষিত। বালু শাহ ছিলেন আধ্যত্মিক জগতের উচ্চ পর্যায়ের সাধক পুরুয। তিনি সংসারী হয়েও সর্বত্যাগী সুফী। তিনি নিজ গ্রাম তথা গুমানমর্দ্দন, ধলই , এনায়েতপুর প্রভৃতি জায়গায় গুরে বেড়াতেন।তিনি কোন কোন সময় প্রতিবেশীরে জীর্ণ কুটিরে দিনের পর দিন থাকতেন। বিশেযত তিনি হযরত আহম্মদ উল্লাহ শাহ মাইজভান্ডারীর সংস্পশে এসে জীবনমোহ ত্যাগ করে সাধনায় ব্রতী হন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস